জাতি , ধর্ম , বর্ণ ও লিঙ্গ নির্বিশেষ প্ৰাপ্ত বয়স্ক এবং সমাজ সেবায় আগ্রহী যে কোনো ব্যাক্তি এক কপি ছবি ও ঠিকানার যে কোনো একটি প্রমান পত্রের জেরক্স কপি সহযোগে নির্ধারিত আবেদন পূরণ করে সদস্যপদ গ্রহণ করতে পারেন ।
ওয়েলফেয়ার ফান্ড নূন্যতম মাসিক ২০(কুড়ি) টাকা (ঐচ্ছিক)।
উদেশ্য : সমাজ সেবা বর্তমানে যথেষ্ট ব্যয় সাপেক্ষ । সারা বছর দু:স্ত ছাত্র ছাত্রী জন্য পঠন পাঠনের সামগ্রী ক্রয় করতে যে বিপুল অর্থের প্রয়োজন হয় তার আংশিক অর্থ সংগ্রহের জন্য ।
৫০ টাকা (ঐচ্ছিক) :
নিত্যপূজা : সমিতিতে প্রতিদিন শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা ও স্বামী বিবেকানন্দের পূজিত হন । এই জন্য একজন লোক (সমিতিরই এক দু:স্ত সদস্য ) নিযুক্ত আছেন ।
পূজার কাজ ব্যাতিরেকে ও সমিতিতে দাতব্য চিকিৎসা বিভাগে সপ্তাহে সোম থাকা শনি যে সমস্ত ডাক্তার বাবুরা সেবা দান করেছেন তাঁদের কে সহায়তা ও করেন ।
এই ব্যাক্তিকে তাঁর এই অতিরিক্ত শ্রমদানের সম্মান হিসাবে কিছু অর্থ প্রদান করা হয় ।
বৎসরের যে কোন সময় / যে কোন মাসে সদস্যপদ গ্রহণ করা যায় |
প্রতি মাসে অথবা অগ্রিম ও সদস্য চাঁদা দেওয়া যেতে পারে|
সমিতির পালনীয়দিন গুলিতে উপস্থিত থাকা এবং সক্রিয় সহযোগিতা করা | সমিতির অভ্যন্তরে যে কোনো ধরনের রাজনৈতিক আলোচনা,তর্কবিতর্ক অথবা কোনো প্রকার পরনিন্দা ও পরচর্চা থেকে বিরত থাকা |