প্রতি সপ্তাহে সোম থেকে শনিবার সন্ন্যাসী পরমানন্দ দাতব্যচিকিৎসা বিভাগে (হোমিও) প্রথিতযশা চিকিৎসকরা বিনাপারিশ্রামিকে রোগীদের চিকিৎসা করছেন || চিকিৎসকদের পরামর্শ ও ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়||
সারাবছরই সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাসামগ্রী (আবেদন ভিত্তিক) বিতরণ করা হয়||এ ছাড়া সমিতির বার্ষিক উৎসবে(সাধারণত: ফেব্রুয়ারির শেষে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি অনুসারে বিদ্যালয়ের পোশাক ,জুতো , ব্যাগ, বই ইত্যাদি বিতরণ করা হয় |
বিশেষভাবে সক্ষম (শারীরিক দিক থেকে)ব্যক্তির প্রয়োজন ভিত্তিক সহায়তা , কন্যার বিবাহ , মৃতের সত্কার ইত্যাদি ক্ষেত্রে সমিতির সীমিত ক্ষমতা অনুযায়ী সহায়তা প্রদান করা হয় |